সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
মাদারীপুরে আজীবন রক্তদাতা হিসেবে জেলা পুলিশের সব সদস্যরা শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলায় ‘পুলিশ ব্লাড ব্যাংক’র উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্যরা আগেও জরুরি প্রয়োজনে অসুস্থ, আহতদের বিভিন্ন সময়ে রক্ত দিয়ে এসেছে। এবার রক্তদানের মতো মহৎ কাজকে সব সময় নিজেদের নিয়োজিত রাখতে স্বেচ্ছায় রক্ত দিতে শপ-থ নিয়েছে পুলিশ সদস্যরা।
মুমূর্ষকালীন সময়ে ও জরুরি প্রয়োজনে অসুস্থ, আহত, গুরুতর আহত পুলিশ সদস্য, পুলিশ সদস্যদের আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমে নিজেদের নিয়োজিত করছে।
এজন্য তারা শপথ নিয়েছেন। মাদারীপুর জেলা পুলিশ করোনাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশ ব্লাড ব্যাংক কার্যক্রম শুরু করে। মাদারীপুর জেলা পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা করোনা রোগীদের বাঁচানোর জন্য প্লাজমাও দান করেছে।
এ কার্যক্রমকে তরান্বিত করতেই আনুষ্ঠানিকভাবে ‘পুলিশ ব্লাড ব্যাংক’র উদ্বোধন করা হয়েছে।