সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা যাওয়া, সিনিয়র এএসপি আনিসুল করিমের গাজীপুরের বাসায় গিয়েছেন, পুলিশের কর্মকর্তারা।
বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা থেকে তারা সেখানে যান। এসময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। আশ্বাস দেন, সুষ্ঠু তদন্তের পর দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
এদিকে গ্রেপ্তার মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ শারীরিক অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে। গত রাতে নিয়াজকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১১ জন। এদের মধ্যে ১০ জনকে ৭দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
মানসিক সমস্যার কারণে আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এর পর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নির্যাতনে মারা যায় পুলিশের এই কর্মকর্তা।