জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘আমাদের দেশের মানুষ বাংলাদেশী চ্যানেল না দেখে ভারতীয় স্টার জলসা দেখেন। এতে দেশীয় কালচার থেকে দেশের মানুষ দূরে সরে যাচ্ছে। তাই আমাদের সকলের উচিত দেশীয় সংস্কৃতি ধরে রাখা।’
শিল্পকলা একাডেমির উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে চাষাড়ার শহীদ মিনার প্রাঙ্গনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জসিম উদ্দিন। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানকে কেন্দ্র করে ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ।
জেলা প্রশাসক আরো বলেন, ‘আমন ধানের পরেই আসে নবান্ন উৎসব। এ আয়োজন ছোট পরিসরে হলেও গুনগত দিকদিয়ে এর মান কোন অংশে কম নয়। সরকার গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।’
জেলা প্রশাসকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, এডিসি সার্বিক মাসুম বিল্লাহ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী জাকির হোসেন, জেলা শিল্পকলা একডেমি অফিসাার রুনা লায়লা, সম্মিীলত নাট্য জোট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মো: শাহ জাহান , গণগ্রন্থাগার কর্মকর্তা এম মোশারফ হোসেন প্রমুখ।