সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
ঝিনাইদহ থানা পুলিশের তৎপরতায় অবশেষে বাড়ি ফিরলেন সাতক্ষীরা জেলার ১৪ জন যাত্রী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে বিআরটিসি ঢাকা মেট্রো-গ-১৫-৫৬৮৮ নং এর একটি বাসে করে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে সাতক্ষীরা জেলার উদ্যেশ্যে যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী। পথিমধ্যে ঝিনাইদহ আরাপপুরে পৌছালে বিআরটিসির সুপার ভাইজার ১০ জন পুরুষ যাত্রীকে নামিয়ে দিয়ে ৪ জন মহিলা যাত্রীকে পৌছে দেওয়ার কথা বলে। তখন কোন উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগি নাজনিন নামের এক যাত্রী ঝিনাইদহ পুলিশ সুপারকে মোবাইলে কল দিয়ে বিষয়টি জানায়।
তখন পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে ওই সকল যাত্রীকে ওই গাড়িতেই বাড়ি পৌছানোর ব্যবস্থা করেন।
ওই সকল যাত্রীরা বাড়িতে পৌছে মোবাইল ফোনে ঝিনাইদহ পুলিশের এ ধরণের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলার আরাপপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।