সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জে তল্লায় বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত সাংবাদিক নাদিম আহম্মেদের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর খানপুর জোড়া টাংকি এলাকায় জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকালে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কতৃপক্ষ।গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে ভিতরে যান ফটো সাংবাদিক নাদিম আহম্মেদ।
নামাজ চলাকালিন সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনি সহ বেশ কয়েকজন আহত হন। প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে আশংকা জনক অবস্থায় জনক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন নাদিম। তিনি এনএএন টিভি ও জাতীয় সাপ্তাহিক ভোরের দিগন্তের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।ফটো সাংবাদিক নাদিম আহম্মেদের জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রমুখ।
এ সময়ে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে আত্মার মাগফেরাত কামনা করেন।জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন নিহত নাদিমের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।