সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ অগ্রনী ব্যাংক আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কালির বাজার অগ্রনী ব্যাংক জেলা আঞ্চলিক কার্যালয় এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অগ্রনী ব্যাঙক লিমিটেড এর নিজস্ব জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হচ্ছে একটা ইতিহাস। তার আত্মজীবনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তিনি কিভাবে রাজনীতি করতেন, দেশ স্বাধীনের জন্য কত সংগ্রাম করেছেন তা জানতে হবে। তাহলে বুঝা যাবে বঙ্গবন্ধু একটা ইতিহাস ছিলেন। শেখ মুজিবুর রহমানর এদেশকে সোনার বাংলা গড়া স্বপ্ন দেখেছিলেন। এই শোকের মাসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবায়নের জন্য আমাদেরকে শপথ নিতে হবে। বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মাঝেও দেশের অর্থনীতি সঠিক পথে চলছে। তার দক্ষতায় দেশ আরো এগিয়ে যাবে। আমরা প্রধানমন্ত্রীর কাজে সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা অগ্রনী ব্যাংক অঞ্চলের প্রধান মো. আমিনুল হক, বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখার সহকারী মহা ব্যববস্থাপক মোহাম্মদ আলী,কোর্ট রোড মহাব্যবস্থাপক নুরুল হক,কাঞ্চন শাখার সহকারী মহাব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান, অগ্রনী বংাক অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী রেজাউল করিম, সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া, নারায়ণগঞ্জ অঞ্চলের সাবেক সিবিএ সভাপতি মজিবুর রহমান, অগ্রনী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ সভাপতি নজরুল ইসলাম, কার্যকরী সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন পাঠান এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।