সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন-২০২০ সম্পন্ন।
গতকাল শহরের গুলশান সিনেমা হল ভবনে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে।জানা গেছে, দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন নির্বাচন অনাড়ম্বর ও উৎসব মুখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে ভোটারদের ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে সুসম্পন্ন হয়েছে।
এদিন সকাল ৯টা হতে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক (১) পদে দুই জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদের একজন হলেন বর্তমান পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক (১) এইচ.এম.একরাম অপরজন হলেন সহ সাধারন সম্পাদক মোঃ কামাল আহমেদ। সংস্থার ভোটার তালিকার ১৯১ জন ভোটারের মধ্যে ১২৮ জন মানবাধিকারকর্মী ভোট প্রদান করেন। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান, নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি জসিম উদ্দিন মাসুম নির্বাচন পরিদর্শন করেন।
ভোট প্রদান শেষে বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার দৈনিক আজকের জন্মভূমির সম্পাদক ও প্রকাশক জাফর আহমেদ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ৭নং ক্রমিক নিয়ে প্রতিদ্বন্ধীকারী প্রার্থী মোট ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১নং ক্রমিক নিয়ে প্রতিদ্বন্ধীকারী প্রার্থী পেয়েছেন মোট ৪৯ ভোট।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহমদ লাভলূ।
এসময় নির্বাচন কমিশনার বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস এন্ড পাওয়ারলুম ইন্ড্্রাষ্ট্রিজ এসোসিয়েশনের সচিব আলহাজ¦ আঃ হাকিম এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক এড.সাহিদুল ইসলাম টিটু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলার মাহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, নাসিক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, দৈনিক বিজয় সম্পাদক ও চ্যানেল জিরোর চেয়ারম্যান সাব্বির আহমেদ সেন্টু,খান মাসুদ, ফিরোজ খান, বসিরউদ্দিন খান রতন, দৈনিক ভোরের কথা সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারন সম্পাদক রোটাঃ এনামুল হক সিদ্দিকী, সংস্থার লাইফ মেম্বার, সহযোগী সদস্য, সাধারন সদস্য, বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক এবং সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ত্বত্তাবধানে ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক সংবাদ ও মানবাধিকারকর্মী এম.আর.হায়দার রানা, যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম শফিউল আলম এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন প্রমূখ। উল্লেখ্য মানবাধিকার সংগঠনের এধরনের সাধারন নির্বাচন নারায়ণগঞ্জে এটাই প্রথম বলে উপস্থিত সুধী সমাজ উল্লেখ করেন।