সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে মাত্র ২৪ ঘণ্টায় ৯২ টি অভিযোগ পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার শাহেদের ব্যাপারে অভিযোগ থাকলে তা জানাতে হটলাইন চালু ও ইমেইল ঠিকানা দিয়েছিল র্যাব। তাতে এসব অভিযোগ জমা পড়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, হটলাইন নম্বরে ৭২টি ও ইমেইল ঠিকানায় বিশটি অভিযোগ জমা পড়েছে।
এদিকে শনিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, সাহেদ নকল পিপিই ও মাস্ক সরবরাহ করেছে।
বির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ‘আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে পিপিই ও মাস্ক সরবরাহ করছিলেন সাহেদ।
তিনি বলেন, আদতে ওই নামে কোনো প্রতিষ্ঠান সাহেদের নেই। তিনি ওয়েবসাইট খুলে ব্যবসা করছিলেন।