1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
লক্ষনখোলায় গরুর হাট না বসানোর জন্য মানববন্ধন - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মদনগঞ্জে না‌সিম ওসমা‌নের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- উজ্জ্বলের উদ্যো‌গে দোয়া ও খাবার বিতরণ রূপগঞ্জে প্রার্থীতার বৈধতা হরিয়েছেন সেলিম প্রধান, পাচ্ছেন না প্রতীক বরাদ্দ টিফিনের টাকায় পথচারীদের শরবত খাওয়াচ্ছে শিক্ষার্থীরা নাসিম ওসমানের ১০ম তম মৃত্যুবার্ষিকী এবং  এলাকাবাসীর জন্য দোয়া ও নেওয়াজ বিতরণ  নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে -শাহেন শাহ ও রায়হানের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনরসিংপুরে আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালন করলো হাবীব কমপ্লেক্স ফেডারেল কমিটি  প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরেদোয়া করলো মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা স্কুল পর্যায়ে গনিত কুইজ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফরিদপুরের দুই শ্রমিকের হত্যাকারীকে গ্রেফতার করতে না পারাটা রহস্যজনক

লক্ষনখোলায় গরুর হাট না বসানোর জন্য মানববন্ধন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

করুনা নয় বাচঁতে চাই, হাটমুক্তা এলাকা চাই এই স্লোগানকে কেন্দ্র করে বন্দর লক্ষনখোলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় গরুর হাট না বাসনোর জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে লক্ষনখোলা বাসির আয়োজনে এ মানববন্ধন হয়। এসময় বক্তারা বলেন, আমরা অনেক বছর যাবৎ এখানে শাকসবজি ও ফুলের চাষ করে আসছি। আমাদের অগোচরে নদী পাড়ের কৃষি জমি দখল করে সিটি কর্পোরেশনের নাম করে কিছু লোক গরুর হাট বসানোর পায়তারা করছে। নাসিক ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন ও বাদল তাদের সহেযোগি লোক নিয়ে এখানে হাট বসানোর চেষ্টা করছে।

আমরা তার প্রতিবাদে রাস্তায় এসে দাড়িয়েছি। বিশ্ব ব্যাপি করোনা আইরাসে মানুষ আতংকিত। আমাদের এলাকায় করোনা আক্রান নেই। গরুর হাট বসানো হলে অন্য এলাকা থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে করোনা ছড়াতে পারে।  বক্তারা আরো বলেন,  খেয়াঘাটের রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার চাকুরিজীবী ও মহিলা গামের্›টস শ্রমিক  আসা যাওয়া করে। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সকাল থেকে রাত্র পর্যন্ত চলাচল করে। 

এখানে গরুর হাট বসলে ঘনবসতীপূর্ণ এলাকা মানুষের চলাচলের অনেক অসুবিধা হবে। করোনা কালে এলাকার মধ্যে করোনা ভাইরাসের প্রভাব পড়তে পারে। তাই এখানে যেন গরুর হাট বসানো হয় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নাসিক মেয়রকে উদ্দেশ্য করে বলেন , সেলিনা হায়াৎ আইভি হলেন জনগনের প্রতিনিধি। তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে।

তিনি যেন এখানকার হাটের অনুমতি না দেন। এখানে হাটের অনুমতি না দেয়ার জন্য আমরা নাসিক মেয়র, ডিসি এসপির কাছে স্বারক লিপি দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মারুফ, সাবিনা ,নেছার উদ্দিন, মো. নূরুল আমিন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL