জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় বিভাগেরর আয়োজনে ও মাছরাঙা শ্রমজীবী সমবায় সমিতির সৌজন্যে বনাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২নভেম্বর)সকালে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বনাঢ্য র্যালি বের হয় এবং নারায়নগঞ্জ সার্কিট হাউজে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃজসিম উদ্দীন বলেন,এখনকার নারায়নগঞ্জে যেভাবে সমবায় গড়ে উঠেছে তা অন্য জেলা থেকে উন্নত।আমি আসার আগে শুনেছি নারায়নগঞ্জ জেলার সমবায় অফিসে বিভিন্ন নেতাকর্মী ও এমপি মন্ত্রীরা এসেছে কিন্তু আমি আসার তারা আর আসেন না।আমি চাই সমবায় অফিসে সবাই আসুক।নারায়নগঞ্জ জেলা অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে।নারায়নগঞ্জ জেলা পূর্ব থেকেই অর্থনীতিতে সমৃদ্ধ। আমি আপনার শুধু বলবো আপনারা নিজের সমবায়কে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে সবার উন্নয়ন করবেন।আমাদের জাতির জনক সমবায়কে নিয়ে যে স্বপ্ন দেখেছিলো ১৯৭২ সালে তা ২০১৮ সাল পর্যন্ত বাস্তবায়িত না হলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমবায়ে এগিয়ে যাবে।
আলোচনা সভা শেষে নারায়নগঞ্জ জেলার শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও সংগঠকদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়।
আলোচনা সভাটি মোঃমোক্তার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)রেহেনা আক্তার, জেলা সমবায় ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কাশেম,জেলা সমবায় অফিসার আমেরুল আলম,সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হুদা,সমবায় মার্কেট সমিতির সভাপতি আব্দুল রব,পাগলা বাজার সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোঃজাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু,যুগ্ন সম্পাদক মাহাবুবুর আলম সিকদার,মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়া জুলহাস সহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।