সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া-ঢাকা সড়কে একটি লরি থেকে ১৬ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৮ জুন) দুপুর ১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাষ চন্দ্র সাহা।
গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর বেলাবোর রাজারবাগ আমলাবো এলাকার মৃত মজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম শাহিন (৫০), ফেনীর দাগনভূঁইয়ার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মোঃ নূর আলমের ছেলে আমির হোসেন শাহিন ওরফে ড্রাইভার শাহিন (৩০) ও একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে সুমন আহমেদ (৩২)।
মুস্তাফিজুর রহমান জানান, গত শনিবার (২৭ জুন) দিবাগত রাতে রূপগঞ্জের কাঞ্চন টোল প্লাজা সংলগ্ন গাউছিয়া-ঢাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।গ্রেফতারকৃত শাহিদুল ইসলামের লুঙ্গির কোচের ভিতর থেকে ৫০টি নীল জিপারের মধ্য থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আমির হোসেনের ডান প্যান্টের পকেট থেকে ১০টি নীল জিপারের মধ্য থেকে মোট ২ হাজার ৫শত পিস ইয়াবা ও সুমনের প্যান্টের বাম পকেট থেকে ২টি নীল জিপারের মধ্য থেকে ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি লরির ড্রাইভিং সিটের নিচ থেকে আরো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামীদের জবানবন্দীতে জানা যায় যে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কানজরপাড়া গ্রাম থেকে গ্রেপ্তারকৃত আসামী মো.শাহিদুল ইসলামের (শাহিদ) স্ত্রী পলাতক আসামী মোসা. খালেদা বেগমের (৪৫) কাছ থেকে ওই মাদকদ্রব্যগুলো আনা হয়েছিল।’