সকাল নারায়ণগঞ্জঃ
জেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম শামসুজ্জোহার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
বুহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বাচ্চু, মোঃ মিন্টু, নুরুল আমিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আবুল, আনোয়ার চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক হুমায়ন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য আবুল হাশেম, ফতুল্লা থানা কমিটির সভাপতি আবু হানিফ, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া প্রমুখ।