সকাল নারায়ণগঞ্জঃ
প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাবীব কমপ্লেক্স ফেডারেল কমিটির আয়োজনে মিলাদ, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিন।
বুধবার (০১ এপ্রিল) বাদ জোহর নগরীর ১নং রেল গেট এলাকায় হাবীব কমপ্লেক্স ফেডারেল কমিটির ১নং যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন এর উদ্যোগে এ মিলাদ, দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন হাবীব কমপ্লেক্স ফেডারেল কমিটির সভাপতি আউয়াল হোসেন, সহ সভাপতি মোঃ জাহাঙ্গির, সহ সভাপতি মোঃ এনাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার সহধর্মিনী পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, নাতি আলিফ ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও নেক হায়াৎ কামনা করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আপামর জনসাধারনের নেতা চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী ছিলো ৩০ এপ্রিল। এ উপলক্ষে দিনটি পালনে শুধু সদর-বন্দরই নয় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জেও আয়োজন করা হয় দোয়া ও কাঙ্গালীভোজসহ নানা অনুষ্ঠান।