1. : deleted-8bfgAz1c :
  2. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  3. skriaz30@gmail.com : skriaz30 :
  4. : wp_update-1698141025 :
  5. : wpcron20dc4723 :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলেক্ষে নারী জাগরণ মঞ্চ’র উদ্যোগে আলোচনা সভা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা দুবাই প্রবাসি ইউসুফ খানের ইন্তেকাল, বন্ধু আজমেরী ওসমানের শোক প্রকাশ  বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে রাজপথে শান্তি শোভাযাত্রা করেছেন আজমেরী ওসমান ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্বে আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর ও মোটর সাইকেল শোভাযাত্রা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ না’গঞ্জ জেলার স্মারকলিপি প্রদান সরকার গায়ের জোরে একতরফা নির্বাচন করলে জনগণের রুদ্ররোষ থেকে বাঁচতে পারবে না ৯ম দফায় দুইদিন ব্যাপী অবরোধের বিরুদ্ধে আজমেরী ওসমানের নেতুত্বে শোভাযাত্রা ফুটবল থেকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ডি মারিয়া

সোনারগাঁয় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নিত্যপণ্যের দাম কমাও, সিন্ডিকেট ভাঙ্গো, গ্রামীন প্রকল্পের দুর্নীতি বন্ধ কর,আর্মি রেটে রেশন দাও, কৃষি উপকরণের দাম কমাও,খেত মজুরদের সারা বছর কাজ ও খাদ্য নিশ্চিত কর।

নিত্যপণ্যেও দাম কমাও, সিন্ডিকেট ভাঙ্গো, গ্রামীন প্রকল্পের দুর্নীতি বন্ধ কর, আর্মি রেটে রেশন দাও, কৃষি উপকরণের দাম কমাও, খেতমজুরদের সারা বছর কাজ ও খাদ্য নিশ্চত করার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে কাইক্কারটেক হাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সোনারগাঁ উপজেলার সভাপতি বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি মুন্নী সরদার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সোনারগাঁ উপজেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন।


নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের কৃষি, কৃষক ও ক্ষেতমজুর আজ সর্বগ্রাসী সংকটে জর্জরিত। সার-বীজ-কীটনাশক, সেচ, বিদ্যুৎসহ সকল কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। ফলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা উৎপাদনে উৎসাহ হারাচ্ছে।


নেতৃবৃন্দ আরও বলেন, চাল-ডাল, তেল-নুন, পেঁয়াজ-ডিম, চিনি-তেলসহ নিত্যপণ্যেও দাম ক্রমাগত বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার শুধু ব্যর্থই নয় বরং তাদের পৃষ্ঠপোষকতা করছে। ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখাসহ বিভিন্ন গ্রামীণ প্রকল্পে দুর্নীতি দলীয়করণের ফলে এই প্রকল্পের সুফল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছে না।

দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ধনীরা বিদেশে পাঁচার করছে অথচ মাত্র ১০/১৫ হাজার টাকা কৃষি ঋণ পরিশোধ করতে না পারায় ১ লাখ ৬৮ হাজার কৃষকের নামে সার্টিফিকেট মামলা ও হুলিয়া জারি করা হয়েছে। হুলিয়ার কারণে অনেকে পালিয়ে বেড়াচ্ছে, কেউ কেউ আত্মহত্যা করছে।


নেতৃবৃন্দ অবিলম্বে কৃষি উপকরণ, জ¦ালানি তেল, নিত্যপণ্যের দাম কমানো, গ্রামীণ প্রকল্পে দুর্নীতি বন্ধ, ২০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, খেতমজুরদের সারা বছর কাজ, খাদ্য ও গরীব কৃষক ও ক্ষেতমজুরদের জন্য রেশন চালুর দাবি জানান।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL