সকাল নারায়ানগঞ্জঃ বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর লজিস্টিকসের উদ্যোগে ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে চোখের ছানি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিএমএইচ ঢাকা এবং ন্যাশানাল আই কেয়ার এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুশফিকুর রহমানের তত্বাবধানে সেনাবাহিনী সদর দপ্তর লজিস্টিকসের ১০ জন ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞের অংশগগ্রহণে এবং নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক আবু জাহেরের সার্বিক সহযোগিতায় ক্যাম্প পরিচালিত হয়।
সিপিএল মো. হারুণ বলেন, ‘আজ সকাল ৮টা থেকে আমরা মেডিকেল ক্যাম্প শুরু করি। আমরা বিনামূল্যে সকলকে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি। এখানে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। এছাড়া যাদের যাদের চোখে ছানি পড়েছে বা গুরুতর অবস্থানে তাদের ঢাকা নিয়ে গিয়ে অপারেশন করার ব্যবস্থা রয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আগমী রোববার (১২ জানুয়ারি) আবার এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।’
হাসপাতালের তত্বাবধায়ক আবু জাহের বলেন, ‘আজ সর্বমোট ৫০০ রোগীকে সেবা দেয়া হয়েছে। যার মধ্যে ১৭০ জন পুরুষ এবং বাকি সবাই নারী ছিলেন। এছাড়া ৪০জন রোগীকে সর্ট লিস্ট করা হয়েছে। যাদের ঢাকায় নিয়ে অপারেশন করানো হবে।’