কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর ইমন হত্যার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে চারটা থেকে ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। স্বজনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে স্লোগান দেয়।
পরে বিকেল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
নিহত ইমন আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে। এ ঘটনায় রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান। যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাকে এড়িয়ে চলতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রাসেল গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে আবার বুধবার রাতে রাসেলসহ তার বাহিনীর