বর্নাঢ্য ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (২৭ জুলাই) সকাল ১১ নগরীর ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আজকের এই দিনে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে অংশ নিয়ে র্যলিটি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, ছগীর আহমেদ, গোলাম কিবরিয়া খোকন, আল-আমীন, জুয়েল রানা, রিপন মিয়া, মেহেদি হাসান, রাজিব, কাউসার, রাসেল, মোঃ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামসহ বিভিন্ন থানা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা ২নং রেলগেট থেকে এক বর্নাঢ্য র্যালি নিয়ে বের হয়। র্যালিটি চাষাড়া গোল চত্বর এর সামনে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে অংশ নেয় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাইফুর রহমান সুমন, রফিকুল ইসলাম, আতিকুর রহমান গার্নেল, আবু সাঈদ বাদশা, পারভেজ, মিঠু চন্দ্র দাস, রিফাত মালিক, টিটু চন্দ্র দাস, আহমেদ সুমন, ইকবাল মাহমুদ, শাহিন শিমুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা মেরাজ আহমেদ দিপু, মেহেদি হাসান, রাফসান, মারুফ আহমেদ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান, এড. মোখলেছুর রহমান, মাহমুদুল হাসান, রবিন মিয়া, সিফাত, রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খোকন, রফিক, নাদিম, আরিফ, মোমেন, বিপ্লব প্রমুখ।