নারায়ণগঞ্জ জিয়া হলের বৃক্ষ মেলায় নারায়ণগঞ্জ নার্সারী মালিক সমিতির সভাপতি ও পুষ্পকুঞ্জ নার্সারী,নবীগঞ্জ নার্সারীর মালিক মাওলানা খাজা হেছামউদ্দিন চিস্তি কুরান তেলোয়াত করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
বুধবার ২৭ জুলাই দুপুরে শহরের চাষাঢ়ায় বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ২০২২ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও নারায়নগঞ্জের প্রান পুরুষ একেএম শামীম ওসমান।
মেলায় পুষ্পকুঞ্জ নার্সারীর ও নবীগঞ্জ নার্সারীর মালিক মাওলানা খাজা হেছামউদ্দিন চিস্তি সকাল নারায়নগঞ্জকে জানান, বিগত দুই বছর পর আমরা পুনরায় বৃক্ষ মেলা করতে পেরে সবাই আনন্দিত এবং নারায়নগঞ্জের জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের প্রতি কৃতজ্ঞ।
পরিবার বাচাঁনোর জন্য জেলাপ্রশাসক যাতে আমাদের মেলা করার জন্য আরো সময় বাড়িয়ে দেন।
তিনি সকলের নিকট মেলা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সহযোগিতা কামনা করেন।