‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতান পাড়া এলাকায় বিট পুলিশিংয়ের এ কার্যালয় উদ্বোধন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম বার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মশিউর রহমান বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এই শ্লোগানকে সামনে রেখে আমাদের আইজিপি স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বলেছেন জনগনকে পুলিশি সেবা নেওয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগনের পাশে। এই বিটের (ওয়ার্ডের) মধ্যে দুই জন অফিসার ও একজন কনষ্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে প্রতিদিন তারা অফিস করবে।
তিনি আরও বলেন, ওই এলাকায় কারা মাদক ব্যবসা করে, কারা মাদক সেবন করে, কারা ইভটিজিং করে, চাঁদাবাজী করে সমস্থ তথ্য তালিকা পুলিশকে দেওয়ার জন্য। সেই তালিকা অনুযায়ী ওই বিট অফিস থেকে অপারেশন পরিচালনা করা হবে। কিশোর গ্যাংদের বিরুদ্ধে অভিযান চলানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ জনগনের বন্ধু।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন, মাওলানা জুবায়ের হোসেন সাদী, হাজী নোয়াব মিয়া, মোহাম্মদ ইদ্রিস আলী, আবুল কাশেম, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ জহির উদ্দিন, মোহাম্মদ নাসির, মোঃ নুরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, শরিফ, ইমরান, মাসুদ, শুভ, নবীর, সাকি ও নয়ন প্রমুখ।