নারায়নগঞ্জ শহরের ১ নং মাছ ঘাট এলাকায় রেল-ফাড়ি,নৌ-ফাড়ি,নিরাপত্তা রক্ষী এবং সদর থানার ঠিক মাঝখানে কিভাবে ও কেন ধরা পড়ছেনা বড় শাহজাহানের জুয়ার আসর।
নারায়ণগঞ্জ ১ নং ঘাটের বিআইডব্লিউটির জায়গায় চলছে বড় শাহজাহানের জমজমাট এই জুয়ার আসর। বিভিন্ন দূরদুরান্ত থেকে মানুষ এসে জুয়া গেলে সর্বশান্ত হয়ে ফিরে যায়।
শহরের ১ নং ঘাটে বিআইডব্লিটির জায়গায় কিছু কাপর দিয়ে ছাবলা তৈরি করে দিন থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই জুয়ার আসর।এছাড়া পুলিশ প্রশাসন আসলেই রেল লাইন দিয়ে পলায়ন করার জন্য অপরদিক থেকে দেয়াল ভেংগে তৈরি করা হয়েছে পলায়ন করার জন্য গোপন রাস্তা।
শহরের একাধিক স্পটে বড় শাহজাহানের বিভিন্ন জুয়ার আসর বসে। পুলিশ প্রশাসন তাকে একাধিকবার বিভিন্ন মামলায় গ্রেফতার করলেও কিছুতেই বন্ধ করা যায় না এই জুয়া খেলা।বড় শাহজাহান পুলিশকে তোয়াক্কা না করে হরহামেশাই চালিয়ে যাচ্ছে এই জুয়ার আসর।বড় শাহজাহানের জুয়ার আসরে খেলতে আসা পরিবার গুলো একসময় জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে যায়।
ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়ারির পরিবার জানায়,তার জামাই সব সময় জুয়া খেলে খালিহাতে বাড়ি ফিরে আসে।কিছুদিন আগে তার সন্তানের জন্য দুধ আনার কথা জামাইকে বললে তিনি কিছু টাকার লাভের আসায় জুয়া খেলে খালি হাতে বাচ্চার দুধ না নিয়ে বাড়িতে ফিরে আসে।তাদের প্রশাসনের নিকট একটাই দাবি যাতে অতি শীঘ্রই এই জুয়ার আসরের উপর পদক্ষেপ নেয়া হয় নয়ত প্রতিটি পরিবার অল্পতেই ধংস্ব হয়ে যাবে।