নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে রূপগঞ্জ থানা কমপ্লেক্সের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে থানা এলাকায় গাছের চারা রোপন করেন পুলিশ।
এতে অংশ নেন, নারায়ণগঞ্জ ; আবির হোসেন, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ওসি ( তদন্ত) হুমায়ন কবির, ওসি( ইন্টেলিজেন্ট) এমদাদ হোসেনসহ থানায় কর্মরত অফিসার ও সদস্যগণ।
এসময়রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন। পোনামাছ অবমুক্ত করেন।
এসময় সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে এবং দেশের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে এবছর জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অপরাধ দমনের পাশাপাশি সামাজিক কাজের অংশ হিসেবে পোনামাছ অবমুক্ত এবং সবুজ বনায়নের জন্য গাছের চারা রোপন করেছে রূপগঞ্জ থানা পুলিশ।