সুনামগঞ্জের বন্যা দুর্গতদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার (২২ জুলাই) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের ২২০ জন অসহায় দুর্গতদের মাঝে প্রতিজনকে এক হাজার পাঁচ’শ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জে এ অর্থ সহায়তা প্রদান করেন।
প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, সহ সভাপতি ধীমান সাহা জুয়েল ও সাংগঠনিক সম্পাদক সুমিত রায়। এ ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেছে সুনামগঞ্জ জেলা উদীচী ও ছাত্র ইউনিয়ন।