নারায়ণগঞ্জ শহরের ১নং ঘাট এলাকার বিভিন্নস্থানে প্রকাশ্যে চলছে বড় শাহজাহানের জমজমাট জুয়া খেলার আসর।
নারায়ণগঞ্জ শহরের ২নং মাছ ঘাট এলাকার রেল-ফাড়ির সামনে বিআইডব্লিউটির জায়গায় বড় শাহজাহানের এই জুয়ার আসরের এমন চিত্র দেখা যায়।
সরকার যেখানে রাত ৮ টার পর দুকান পাট বন্ধের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ সঞ্চয়ের জন্য সেই সময় ১ নং মাছ ঘাট এলাকার বিআইডব্লিউটির সামনে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে দিন থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে শাহজাহানের এই জমজমাট জুয়ার আসর।
খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জ শহরের ১নং মাছ ঘাট এলাকার বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে বসে শাহজাহানেট জমজমাট জুয়া খেলার আসর।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে এই এলাকায় জুয়ার আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ জুয়া খেলতে আসে। এই আসরে বসে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়।