বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
বুধবার (২০ জুলাই) বিকাল ৪ টার সময় বাংলাদেশ মহিলা পরিষদ জেলার নেতৃবৃন্দ নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জনগণের সরাসরি ভোটে বিপুল ব্যবধানে ডাঃ সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। মেয়রের ব্যক্তিগত কারিশমা, জনগণের প্রতি ভালোবাসা, কমিটমেন্ট পূরণের চেষ্টা ও নগরের উন্নয়নে কাজ করার জন্য তিনি তিন তিন বার নির্বাচিত হয়েছেন। শহরের শান্তি, শৃঙ্খলা রক্ষা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বায়ু ও নদী (শীতলক্ষ্যা) দূষণ রোধ করে পরিবেশ সূরক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসার প্রচার, কোভিড-১৯ প্রতিরোধ, শহরের সৌন্দর্য বর্ধন, দারিদ্র্য মুক্ত সমাজ গঠন এবং নারায়ণগঞ্জের উজ্জল ভাবমূর্তি রক্ষার কাজ চালিয়ে যাওয়ার জন্য মাননীয় মেয়রের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা বিশেষ আহবান জানিয়েছেন। মেয়র যেমন মহিলা পরিষদের সকল কাজে সহযোগিতা করেছেন মহিলা পরিষদও একই ভাবে সব সময় পাশে আছে। মেয়র বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার কাজে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার পক্ষে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির, জেলা সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতি কণা দাস, আন্দোলন সম্পাদক শোভা সাহা, গোদনাইল পাড়া কমিটির সাধারণ সম্পাদক রোকেয়া খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমি সরকার প্রমুখ।