নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।
এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) সকাল থেকে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ শহরে চালু করেছে বাস বে। এতে করে যাত্রীরা নির্দিষ্ট স্থানে নিরাপদে উঠা-নামা করতে পারবে। পাশাপাশি শহরে কমে যাবে যানজট।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আগে লিংক রোড থেকে বামে মোড় নিয়ে বাসগুলো চাষাড়া গোল চত্বরের ওপরেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যাত্রী উঠা-নামা করত, এতে করে দীর্ঘ যানজট তৈরি হতো। বাস বে তে যাত্রী উঠা-নামা করবে এবং বাকি রাস্তা নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও যাত্রীরা বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্যতম সমস্যা যানজট। এর থেকে মুক্তি পেতে ট্রাফিক বিভাগের এমন উদ্যোগ ভালোই মনে হচ্ছে। বাস বে চালুর ফলে যানজট কমে যাবে বলে মনে হচ্ছে।