সকাল নারায়ণগঞ্জ
অপরাধ জগতের মাদক সম্রাট নুর ইসলাম প্রকাশ শিবা একাধিক মামলার আসামী সম্প্রতি জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠেছে।
টানবাজার গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি তাদের উৎপাতে শংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এলাকাবাসী জানায়, ক্রাইমজোন সদর থানার টানবাজার এলাকার মাদকের ডিলার নুর ইসলাম প্রকাশ শিবা প্রায় ১ ডজন মামলার আসামী।
সম্প্রতি আইনের ফাঁকফোকরে আদালত থেকে জামিনে বেরিয়ে আবারও জমজমাট ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
শহরের টানবাজার মেথরপট্টি এলাকায় লোক দেখানো মাদক উচ্ছেদ ব্যানার টাঙানো হলেও টানবাজার গুদারাঘাট ও মেথরপট্টি এলাকায় ঠিকই বিক্রি হচ্ছে মাদক।
পুলিশের নাকের ডগায় নুর ইসলাম প্রকাশ শিবা প্রকাশ্যেই টানবাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ইয়াবা ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে।
টানবাজার এলাকার স্থানীয় গডফাদার সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয়ে তারা কাউকেই মানছে না। তাদের উৎপাতে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে। আবারও তাদের দ্বারা যে কোন সময় বড় কোন দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
মাদক সিন্ডিকেটের কারণে এলাকায় যেমন অরাজকতা সৃষ্টি হচ্ছে তেমনি ভাবে এলাকার তরুন সমাজ ইয়াবা সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। যারফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে।
মাদক বিক্রেতা নুর ইসলাম প্রকাশ শিবা টানবাজার এলাকায় প্রকাশ্যেই দিনে ও রাতে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিবার থেকে নিয়মিত উৎকোচ গ্রহণ করছে এলাকার চিহ্নিত গডফাদাররা।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি, থানা পুলিশ ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।