সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন পয়েন্টে সরকারি সড়ক দখল করে মোড়ে মোড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। নগরীর দুই নং রেল গেইট, মন্ডলপাড়া-জিমখানা, গলাচিপা, নিতাইগঞ্জ সহ নগরীর সিদ্ধিরগঞ্জ ও বন্দরে বেশ কয়েকটি অবৈধ সিএনজি স্ট্যান্ড এখন নগরবাসীর বিষফোঁড়ায় পরিণত হয়েছে।
১৭ জুলাই রবিবার সৈয়দপুর ফকির বাড়ি এলাকায় একটি সিএনজি বেপোরোয়া ভাবে সড়কে চলার সময় এক সাংবাদিকের বাইক চাপ দিলে বাইক সহ সাংবাদিক পড়ে মারাত্মকভাবে জখম হয়।
পরে অই সাংবাদিক বাইক নিয়ে উঠে দ্রুত অই সিএনজি কে আটক করে প্রতিবাদ করলে উক্ত সিএনজি চালক অই সাংবাদিকের উপর হামলা চালায় এবং মোবাইল ছিনিয়ে নেয় এবং এক পর্যায়ে যখন জানতে পারে উনি সাংবাদিক তখন ডিভির রুহুলের নাম বলে হুমকি প্রদান করে।
নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন পয়েন্টে সরকারি সড়ক দখল করে মোড়ে মোড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। নগরীর দুই নং রেল গেইট, মন্ডলপাড়া-জিমখানা, গলাচিপা, নিতাইগঞ্জ সহ নগরীর সিদ্ধিরগঞ্জ ও বন্দরে বেশ কয়েকটি অবৈধ সিএনজি স্ট্যান্ড এখন নগরবাসীর বিষফোঁড়ায় পরিণত হয়েছে।
১৭ জুলাই রবিবার সৈয়দপুর ফকির বাড়ি এলাকায় একটি সিএনজি বেপোরোয়া ভাবে সড়কে চলার সময় এক সাংবাদিকের বাইক চাপ দিলে বাইক সহ সাংবাদিক পড়ে মারাত্মকভাবে জখম হয়।
পরে অই সাংবাদিক বাইক নিয়ে উঠে দ্রুত অই সিএনজি কে আটক করে প্রতিবাদ করলে উক্ত সিএনজি চালক অই সাংবাদিকের উপর হামলা চালায় এবং মোবাইল ছিনিয়ে নেয় এবং এক পর্যায়ে যখন জানতে পারে উনি সাংবাদিক তখন ডিভির রুহুলের নাম বলে হুমকি প্রদান করে।
পরে খবর নিয়ে যায় উক্ত সিএনজি মালিকের নাম মজিবর হোসেন। মজিবর হোসেন গাড়ি থেকে নেমে অই সাংবাদিক কে বিভিন্ন প্রকার থানা পুলিশের হুমকি প্রদান করে।
উক্ত গাড়ির নাম্বার ১১১১-৮২ খবর নিয়ে জানা যায় এ-ই গাড়ি চাষাঢ়া হয়ে বিভিন্ন এলাকায় মাদকের ডেলিভারি প্রদান করে।