সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের ৫নং ও ৩ নং মাছ ঘাট প্রকাশ্যে চলছে জুয়ার আসড়। দীর্ঘদিন যাবত বড় শাহাজাহান ও ছোট শাহজাহানের নেতৃত্বে জুয়ার রমরমা ব্যবসা চালিয়ে আসছে তারা।
সূত্রে জানায়, একটি প্রভাবশালী মহলের পরোক্ষ সহযোগীতায় শহরের ব্যস্ততম ৫নং ও ৩নং মাছ ঘাট ও ষার ঘাটা এলাকার রমরমা জুয়ার ব্যবসা চালিয়ে আসছে শাহাজাহান।
রাজনীতিবিদসহ স্থানীয় ক্যাডারা এখান থেকে মাসোয়ারা নিয়ে থাকেন। আর এ কারনে দূর্দান্ত দাপুটে ভাবে জুয়ার চলছে দীর্ঘদিন ধরে।
জানা গেছে, জনৈক শাজাহান দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বিআই ডাব্লউটির জায়গায় জমজমাট জুয়ার আসর চালিয়ে আসছে। এছাড়া কালীর বাজার ও আমান ভবনে প্রতি রাতে লাখ লাখ টাকার জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ।
নারায়ণগঞ্জের নৌ-ফাড়ি ও রেল- ফাড়ির মাত্র কয়েক গজ দূরে স্পট চলছে অবাধে জমজমাট তিন কার্ড জুয়ার আসর। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি মহলের নেতৃত্বে অনৈতিকতার তিন কার্ডের জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার শাহজাহানের শক্তিশালী সিন্ডিকেট। এখানে নারায়ণগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন জেলার জুয়াড়িরা খেলায় দিন-রাত বুদ হওয়ায় প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার আসরে খেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্পটে চলছে নেশার রমরমা কারবার।