সকাল নারায়ণগঞ্জ
কুখ্যাত মাদক মাফিয়া বলতে আমাদের চোখের সামনে মূলত পুরুষের চেহারাই ভেসে আসে। তবে এই মাদক সম্রাটদের ভিড়ে একাধিক সম্রাজ্ঞীও ছিলেন। যাদের দৌরাত্ম্যে নাকানিচোবানি খেতে হয়েছিল অনেক পুলিশ এবং গোয়েন্দাকর্তাকে।
নারায়নগঞ্জের চানমারী এলাকায় এমনি এক নারী মাদক সম্রাজ্ঞী রয়েছে যার শেল্টারে চলছে পুরো চানমারী এলাকার মাদক ব্যবসা।
অনুসন্ধানে জানা যায় চানমারী এলাকার অই নারী ব্যবসায়ীর নাম ইতি ওরফে বুচি। যার নেত্বর্তে পুরো চানমারী জুড়ে ইয়াবা,মদ,গাজা,হেরোইন সহ সকল প্রকার মাদক বিক্রি করা হয়ে থাকে।
মাদকসম্রাজ্ঞী’ হিসাবেই পরিচিত ইতি ওরফে বুচি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি তালিকায় মাদকসম্রাজ্ঞীদের মধ্যে এক নম্বরে আছেন ইতি ওরফে বুচি। ২ যুগ ধরে মাদক ব্যবসা করে আসা বুচি একসময় গাঁজার পুরিয়া বিক্রি করতেন। এখন মিয়ানমার থেকে ইয়াবা এনে ঢাকার পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করেন তিনি।
দেশে নারীদের মধ্যে মাদকের দিকে ঝোঁকার প্রবণতা বাড়ছে। কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আর্থিক নিরাপত্তা ভোগ করা পেশাজীবী নারীদের অনেকেই ঝুঁকছেন মাদকের দিকে। আশঙ্কাজনকভাবে বাড়ছে মাদকসেবী কিশোরীর সংখ্যা। গৃহবধূরাও হচ্ছেন মাদকাসক্ত।