সকাল নারায়ণগঞ্জ
আজ ঈদের দ্বিতীয় দিন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পশু কুরবানী দেন শওকত হাসেম শকু এবং ৫০ জন নারী কর্মী।
১২নং কাউন্সিল শওকত হাসেম শকুর উদ্যোগ এবং নারী নেত্রীর জহুরা খাতুন সহ আরো ৫০ জন নারী কর্মী নিজেদের অর্থ কুরবানী সম্পূর্ণ করেন।
পাশাপাশি ৫০ জন নারী কর্মীর নিজ অর্থায়নে পশু কেনার সময় কিছু টাকা ঘাটতি দেখা দিলে কাউন্সিলর শওকত হাসেম শকু প্রায় বেশ কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন।
কাউন্সিলর শওকত হাসেম শকু নিজে বসে থেকে মাংস বানানো সহ ৫০ জন নারী কর্মীদের মাঝে মাংস বন্টনের সময় উপস্থিতি ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শওকত হাসেম শকু, জহুরা খাতুন , নাজমা,সালমা, সখিনা, আফরোজা, লতা, মোমেলা সহ আরো অনেকে।