সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার সকালে পশ্চিম মুক্তারপুর ব্রীজ, টোল কাউন্টার চায়না, বেপারী সাহেবের বাড়ি থেকে নুর জাহান বেগম নামে একজান নারী হারিয়ে যায়।
পরে তার স্বজনরা সকাল নারায়ণগঞ্জ অফিসে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে নিউজ করেন।
(৯ জুলাই) রোজ শনিবার দুইজন ব্যাক্তি সকাল নারায়ণগঞ্জের নিউজ দেখার পর ২নং রেল স্টেশন থেকে হারানো ব্যাক্তিকে পেয়ে নিউজে দেয়া নাম্বারে যোগাযোগ করে স্বজনদের কাছে নুর জাহান বেগমকে পৌছে দেন।
নুর জাহান বেগমের নাতি রাসেল জানান, সকাল নারায়ণগঞ্জের নিউজ দেখার পর দুইজন ব্যাক্তি নানিকে ২ নং রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে পৌছে দেন।