সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সৈয়দপুর কড়ইতলা বালুরমাঠ এলাকায় দোয়া মাহফিলের মাধ্যমে একমাত্র কোরবানির পশুর হাটের শুভ উদ্ধোধন করা হয়েছ।
বুধবার (৬ জুলাই) রাত ৯ টার দিকে সৈয়দপাড়া কড়ইতলা এলাকায় এই উদ্বোধন করা হয়।
ইজারাদার- মোহাম্মদ হোসেন রেজা এবং মোঃ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই হাট বসানো হয়।
উক্ত হাটে ব্যাপারীদের যথাযথ সকল প্রকার সুবিধা দেয়া হচ্ছে। হাটে ব্যাপারীদের জন্য থাকার ব্যবস্থা,একবেলার খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা রয়েছে।
মিলাদ মাহফিল শেষে সকল ব্যাপারীদের জন্য খিচুরির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনির হোসেন,সুলতান,শিপন,রবি,মিঠু,সালাউদ্দিন,লিয়ন,আব্দুল্লাহ,রামি,নাঈম,পিন্টু,সাদ্দাম,আরমান,জুয়েল,পলাশ,বাবু,রাসেল,পারভেজ,ইসাক সহ আরো অনেকে।