সকাল নারায়ণগঞ্জ
যুব মহিলাদের নিরাপত্তা বিবেচনায় আত্মরক্ষা মূলক কৌশল কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
রোববার (৩ জুলাই) বিকালে আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে ১৫ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন
করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাদের প্রশিক্ষণ দিয়েছেন আর. এন. আর গ্ল্যাডিয়েটর কারাতে একাডেমির পরিচালক আলেকজান্ডার বো।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করছি। নারীদের অর্থনৈতিক, মানসিক ভাবে সাবলম্বী করার চেষ্টা করছি। নারী যেন কখনো মনে না করে সে নারী। নারী যেন নিজেকে মানুষ হিসেবে নিজেকে স্বীকৃতি দেয়। ভাবতে শিখে, আমি পারি এই মনোভাব গড়ে উঠে। শুধুমাত্র প্রান্তিক পর্যায়ের নয় অনেক উঁচু পর্যায়ের নারীদের মাঝেও একটা শঙ্কা ভয়ভীতি কাজ করে৷ ছোট থেকেই নারীরা কখনো বাবা কখনো স্বামীর কিংবা কখনো ছেলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এ নির্ভরশীলতা কাটিয়ে উঠে নারীকে একজন মানুষ, স্বাতন্ত্র্যবোধ ও আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে। এই বোধগুলো গড়ে তোলার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বহু কাজ করছি। নারী হোক কিংবা পুরুষ যখন একজন মানুষ দক্ষ হয়ে গড়ে ওঠে তখন কিন্তু সমাজ ও দক্ষ হয়ে ওঠেন এবং সেই দেশও সমৃদ্ধশালী হয়। দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা চাই এই ১৫ জন মেয়েকে দেখে পনেরশো মেয়ে কারতে শিখুক। মেয়েরা এগিয়ে স্বাবলম্বী হয়ে আমাদের দেশকেও সমৃদ্ধশালী করুক
দরিদ্র বিমোচন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মিনু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ ৫ ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রকল্পের টাউন ম্যানেজার মাহবুবুর রহমান, প্রধান প্রশিক্ষক নূর মোহাম্মদ রুমা প্রমুখ।