সকাল নারায়ণগঞ্জ:
পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় বন্ধু সংঘের পক্ষ থেকে পুর্নমিলনী আয়োজিত করা হয়।
আজ (১ জুলাই) রোজ শুক্রবার বিকাল ৫টার দিকে পঞ্চবটি ধর্মগঞ্জ বেপারীপাড়া এলাকায় এ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সকাল নারায়নগঞ্জের (উপদেষ্টা মন্ডলির সভাপতি ও চীফ ফটোগ্রাফার) জামাল তালুকদার।
উক্ত অনুষ্ঠানে তিন ডেক খিচুরি রান্না করে অন্যান্য এলাকার বন্ধু-বান্ধবদের এবং এলাকার কিছু গরিবদের মাঝে খিচুরি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শাকিল বেপারী,ফখরুল ইসলাম,আলি,স্বজিব,সাদ্দাম,সুমন,বাদল,জামাল,সাংবাদিক জান্নাত,সাংবাদিক শান্ত ও সাংবাদিক আমিনুল উপস্থিত ছিলেন