সকাল নারায়ণগঞ্জঃ
অবশেষে উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এমপি সেলিম ওসামনের চুরি হয়ে যাওয়া মোবাইল সেটটি।সোমবার ২০ জুন বিকেলে ফতুল্লায় তাঁর কার্যালয়ে এসে উদ্ধার হওয়া মোবাইল সেটটি তাঁর হাতে তুলে দিয়েছেন যুবলীগ নেতা খান মাসুদ।
এমপি সেলিম ওসমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান শুক্রবার মোবাইল সেটটি হারিয়ে যাওয়ার পর থেকে খান মাসুদ মোবাইল সেটটি উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করেছে। অবশেষে সে চুরি হওয়া সেটটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি তাঁকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জানা গেছে, গত শুক্রবার বন্দর সমরক্ষেত্র মাঠে অনুষ্ঠিত হওয়া জেলা ও মহাগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠান থেকে এমপি সেলিম ওসামনের ব্যবহৃত মোবাইল সেটটি খোয়া যায়।
যুবলীগ নেতা খান মাসুদ নিজস্ব চেষ্টায় মোবাইল সেটটি উদ্ধারে চেষ্টা শুরু করে। ৪দিনের মাথায় তিনি মোবাইল চোরের সন্ধ্যান পেয়ে তার থেকে মোবাইল সেটটি উদ্ধার করেন।
এদিকে মোবাইল সেটটি চুরি করা ব্যক্তি নাম অনিক(২৫)। সে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হিরো মিয়ার ছেলে। সে একজন মাদকাসক্ত। অনিক জানায়, সম্মেলন শেষে গাড়িতে উঠার সময় এমপি সেলিম ওসমানের পাঞ্জাবির পকেট থেকে সে মোবাইল সেটটি চুরি করে।