সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময়ে সমাজের নানা অনিয়ম, বিশৃঙ্খলা রোধে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার নতুন পরিদর্শক আনিচুর রহমান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে সোমবার (২০) দুপুরে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর সালাম, নারায়ণগঞ্জ জেলা প্রস ক্লাবের সভাপতি শরিফ উদ্দিন সবুজ, এনটিভির জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত হোসেন সৈকত, প্রবীন সাংবাদিক অহিদুল হক খান প্রমূখ।
কিশোর গ্যাং, ছিনতাই, চুরি বেড়ে চলছি বলে জানান সাংবাদিকরা। তাই টহল টিম বাড়িয়ে দেওয়ার দাবি করেন। একই সাথে যানজট নিরসন, হকার মুক্ত ফুটপাত ও যানজট মুক্ত রাস্তা বাস্তবায়ন করার দাবি জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, আমি মনে করি, সেই মানব সেবাটা পুলিশের চাকুরি করে বেশি করা সম্ভব, যেটা অন্য কোন পেশায় থেকে এতটা করা সম্ভব নয়। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। এখানে যে সমস্যা গুলো নিয়ে আলোচনা হয়েছে, খুব শীগ্রই সেই সমস্যা সমাধানের চেষ্টা করবো।