সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার আশাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১৫ জুন) জেলা ও দায়রা জজ মশিউর রহমানের আদালতে বন্দর থানার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত আশাকে কারাগারে প্রেরণ করেন।
কাউন্সিলর আশা মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান কাউন্সিলর আশাকে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করে জানান, আশা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
মামলায় শুনানির সময় আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাইন্সলদের মধ্যে উপস্থিত ছিলেন শারমিন হাবিব বিন্নি, আফসানা আফরোজ বিভা শওয়ন অঙ্কন, মনিরুজ্জামান মনির, অসিত বরণ বিশ্বাস, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, মো. শাহীন মিয়া, সুলতান আহম্মেদ ভুইয়া ও আনোয়ার ইসলাম।
জামিন আবেদন বাতিলের পর কাউন্সিলর আশা জানান, পুরোটাই ষড়যন্ত্র। আমাকে জড়ানো হয়েছে রাজনৈতিক কার্যক্রম ও নাগরিক সেবা থেকে দূরে রাখতে। ষড়যন্ত্র করে আমাকে আটকে রাখা যাবেনা।