সকাল নারায়ণগঞ্জঃ
ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই বহিষ্কৃত নেতার ইসলামের নবীকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে নারায়নগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়।এ সময়ে বক্তারা বলেন,জাতীয় সংসদে এই বিষয়ে নিন্দা প্রস্তাব জানাতে হবে আর ভারত সরকার এর বিচার না করলে বাংলাদেশে ভারতের দূতাবাস ঘেরাও কর্মসূচি দেয়া হবে।
শুক্রবার দুপুর ২ টায় শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর অস্থায়ী মঞ্চ করে,’নারায়নগঞ্জ উলামা পরিষদের’ এর ব্যানারে এই আয়োজন করা হয়। এর আগে বাদ জুম্মা ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে একের পর এক বিভিন্ন সংগঠন থেকে মিছিল নিয়ে জড়ো হয়।
সমাবেশ শেষে মসজিদের সামনে থেকে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের সাবেক আমির আব্দুল আউয়াল বলেন”আল্লাহ ও আল্লাহর রাসুল তথা কুরানের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে আমরা তার জিব টেনে ছিরে ফেলব।নুপুর শর্মা সাধারন একজন ব্যাক্তি। নুপুর শর্মা যেই কথাটি বলেছেন এটা তার নিজের নয়, সবকিছুর ইঙ্গিত বিজেপি সরকার করছে।
তিনি বলেন আমাদের সরকার চুপ হয়ে আছে কেনো? অবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন।ভারত কমিশনারদের ডেকে নিন্দা জানান।তাদের বিচারের দাবি জানান।সে যদি বাচতে চায় সারা বিশ্বের মুসলিমের কাছে প্রাকাশ্য ক্ষমা চেয়ে বাচতে পারবে।ভারত সরকার এর বিচার না করলে বাংলাদেশ ভারত দূতাবাস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।