সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)। সভায় মে/২০২২ মাসে জেলার অপরাধ পর্যালোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।