সকাল নারায়ণগঞ্জ:
দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ (৭০) আর নেই।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মরহুম গিয়াস উদ্দিনের জানাজা বাদ জোহর ঢাকা ডিওএইচএস-এ অনুষ্ঠিত হবে। ২য় জানাজা বাদ আছর আদমজী এমডব্লিও বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তাকে আদমজী কবরস্থানে দাফন করা হবে।
আদমজী কদমতলীর এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত। সর্বশেষ তিনি দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সাংবাদিক ছিলেন।
গিয়াসউদ্দিনের মৃত্যুতে সকাল নারায়নগঞ্জের পরিবার গভীরভাবে শোকাহত।