সকাল নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় মেঘনা অয়েল ডিপো সংলগ্ন এলাহি বকস কোল্ড স্টোরেজ এন্ড কোম্পানী লিমিটেডের পরিত্যক্ত জমি পরিদর্শন করেছে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ৩টায় এসে আধা ঘন্টার মধ্যে পরিদর্শন শেষে তিনি চলে যান।
যাওয়ার সময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এলাহি বকস কোল্ড স্টোরেজ এন্ড কোম্পানী লিমিটেডে পরিত্যক্ত জমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। যার পরিমাণ ১.৯২ একর। জমিটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় তা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে আইস প্লান্ট নির্মাণ কাজের জন্য হস্তান্তর করা হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, আইস প্লান্ট প্রকল্প পরিচালক কর্ণেল জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান প্রমুখ।