সকাল নারায়ণগঞ্জঃ
১২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শওকত হাসেম শকু সাহেব এর তত্ত্বাবধানে কাউন্সিলর কার্যালয় চলছে ৭ দিনের গণটিকার কর্মসূচির ৩য় দিনের ৩য় ডোজ/ বুস্টার ডোজ টিকা প্রদান করা হচ্ছে।
জনাব মোঃশওকত হাসেম শকু গরিবদের মাঝে সর্বদা দানকরে থাকেন এবং মানব সেবার জন্য সকল প্রকার উন্নয়ন কাজ করে থাকেন।
মহামারী করোনার সময় শওকত হাসেম শকু করোনা আক্রান্ত রোগিদের জন্য সর্বপ্রকার সহযোগিতা করেছেন।
৭ দিনের গনটিকার কর্মসকর্মসূচীর ৩য় দিনের বুস্টার ডোজ প্রদানকালে উপস্থিত ছিলেন- নবী হোসেন,আক্তার হোসেন,মোঃইয়াছিন ও আরাফাত সহ অন্যান্য নেতাবৃন্দ।