সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাফিজুর রহমান।
রবিবার (৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
শেরপুর জেলার সন্তান মোস্তাফিজুর রহমান। ২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।