সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
মন্ত্রী, এমপি, রাজনীতিবিদরা সামান্য অসুস্থবোধ করলেই বিদেশে ছোটেন। দেশে চিকিৎসা নিলেও অধিক সুবিধাসম্পন্ন বেসরকারি ক্লিনিকের দ্বারস্থ হন। তবে ব্যতিক্রম দেখালেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। গলার সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছেন সরকারি হাসপাতালে। বর্হিবিভাগের ৫ টাকার টিকেট কিনে স্বাস্থ্য সেবা নেন তিনি।
রোববার (৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে যান নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বর্হিবিভাগের ৫ টাকার টিকেট কিনে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামানের সেবা নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, গলার সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য সাধারণ রোগীর মতোই ৫ টাকার টিকেট কিনে বহির্বিভাগের চিকিৎসক নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামানের সেবা নিয়েছেন।