স্টাফ রিপোর্টার (আশিক): বন্দর মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার্তা২৪.নেট এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মো. আরিফুল ইসলামকে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা৷
২৪মে (সোমবার) সকাল আনুমানিক ৬ টার সময় সাংবাদিক আরিফুল ইসলাম বাসা থেকে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে বন্দর রেললাইন কলাবাগ ব্রিজের মধ্যে পৌঁছলে অজ্ঞাতনামা চারজন যুবক হঠাৎ এসে পথ রোধ করে। যুবকদের মধ্যে একজন সাংবাদিক আরিফের শার্টের কলার চেপে ধরে অপরজন মাথায় পিস্তল ঠেকিয়ে বলে বড় ভাইদের নামে নিউজ করস আর যদি চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ে কোন নিউজ করবি তাহলে তোকে জানে মেরে ফেলব। এবার প্রথম ওয়ার্নিং দিয়ে গেলাম সামনের বার তোকে আর ছাড়বো না একেবারে উপরে পাঠিয়ে দিব।
সাংবাদিক আরিফ জানান, তিনি তার অনলাইন পোর্টাল বেশ কিছুদিন যাবৎ বন্দরে পরিবহন চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ে ধারাবাহিক নিউজ করে আসছিলেন এই কারণে সম্ভবত মুখোশধারী গডফাদাররা তার উপর ক্ষিপ্ত হয়ে এরকম ঘটনা ঘটাতে পারে বলে তার আশঙ্কা।
এ বিষয়ে বন্দর থানায় জীবনের নিরাপত্তার চেয়ে সাংবাদিক আরিফ একটি সাধারণ ডায়েরি করেন। যাহার নাম্বার-১০৭২।
বন্দর মডেল প্রেসক্লাব এর নেতৃবৃন্দগন সাংবাদিক আরিফের এই বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ সহ অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান৷