সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনার টিকা নেওয়ার ১০ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।
কাউন্সিলর মতি জানান, গত ১০মার্চ করোনার টিকা নেয়ার ১দিন পর থেকে শর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হন তিনি। সাধারণ জ্বর ঠান্ডা মনে করে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকলে তিনি শুক্রবার (১৯ মার্চ) তিনি করোনা পরীক্ষা করান।
শনিবার (২০মার্চ) তার করোনা পজিটিভ আসে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শরীর অনেক দূর্বল বলে জানান তিনি। এছাড়াও ডাক্তার তাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন।
সেগুলোর রিপোর্ট আসলে তার পরবর্তী অবস্থা জানা যাবে। কাউন্সিলর মতি তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।