সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত ৩১ মার্চ (সোমবার) ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।
গত ৩০ মার্চ (রবিবার) সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মোঃ রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ৩১ মার্চ বিকাল ৩ টায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর এই হত্যা মামলার ১জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ উত্তর পার্ট (ঘাট সংলগ্ন) এলাকার জুয়েলের ছেলে জুবায়ের আহমেদ (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জুবায়ের আহমেদ, পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।