সকাল নারায়ণগঞ্জঃ
একুশে ফেব্রুয়ারি মহান ভাষা ও শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা।
তাই যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই প্রতিবছরের ন্যায় এবছরও প্রথম প্রহরে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের পক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সমর্থকরা।
শ্রদ্ধা জানানোর পূর্বে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে বিশাল এক মিছিল নিয়ে র্যালি করে সেলিম ওসমানের সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুব সমাজের সভাপতি রাজা হোসেন রাজু, মোঃ হাবিবুর রহমান, মোঃ রবিনসহ বিভিন্ন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।Attachments area