৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে স্বত কপোত, বেলুন অবমুক্ত, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হোল বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো. শাহ্ জাহান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মাৎ রহিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত ফেরদৌস ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।
স্বাগতবক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. জিনাত সুলতানা। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বিভিন্ন পেশাজীবি ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৭ শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- ঝর্ণা আক্তার, পরিবার কল্যাণ সহকারী, ২/ক, ইউনিট, রূপগঞ্জ। শিরিনা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, দাউদপুর ইউঃ স্বাস্থ্য ও পঃপঃ কেন্দ্র, রূপগঞ্জ। ইউনিয়ন স্বাস্থ্য পঃকঃ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ সদর।
ফতুল্লা ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সদর। রঞ্জণ চক্রবর্তী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, আড়াই হাজার। মোসাম্মাৎ আম্বিয়া খাতুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সিদ্ধিরগঞ্জ ইউঃ স্বাস্থ্য ও পঃকঃ কেন্দ্র, সদর। সদর উপজেলা কার্যালয়, নারায়ণগঞ্জ সদর।’