সকাল নারায়ণগঞ্জ
সকাল নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি ও চীফ ফটোগ্রাফার জামাল তালুকদারের বিশতম বিবাহ বার্ষিকী আজ।
সকাল নারায়নগঞ্জের অফিসে রাত ১০ টার দিকে সাংবাদিক জান্নাত ও শান্তর পক্ষ থেকে কেক কেটে বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সেচ্ছাসেবক লীগের মারুফুল ইসলাম মহাসিন ও ব্যবসায়ী সাত্তার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সকাল নারায়নগঞ্জের বার্তা সম্পাদক সিয়াম তালুকদার, সকাল নারায়নগঞ্জের স্টাফ রিপোর্টার জান্নাত,সকাল নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক শান্ত,সকাল নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক বলাই এবং আজমির।